Admission is Going on…  BBA Professional (2023-24)  Contact (01713493205 )       | ভর্তি চলছে…  বিবিএ প্রফেশনাল (২০২৩-২৪) ভর্তির বিষয়ে জানতে যোগাযোগ করুন (০১৭১৩৪৯৩২০৫)    |  Contact (01713493205 ) for Admission info, Diploma in Engineering (202৪-2৫)    |    ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (২০২৪-২৫) ভর্তির বিষয়ে জানতে যোগাযোগ করুন (০১৭১৩৪৯৩২০৫) | BSc in CSE Honours Professional (2023-24) Contact (01713493205 )       |    বিএসসি ইন সিএসই  প্রফেশনাল (২০২৩-২৪) ভর্তির বিষয়ে জানতে যোগাযোগ করুন (০১৭১৩৪৯৩২০৫)

CCNA

CISCO Certified

CCNA (Cisco Certified Network Associate) All you need to know Even if you’re not necessarily looking to get into networking itself, the IT field in general, you do need networking knowledge to secure networks. You have to have some understanding of networks. To be able to hack a network, you need to understand the network. […]

ড্যাফোডিল চট্টগ্রামে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত “শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ”

ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, চট্টগ্রামে আজ ৩১শে জানুয়ারি ২০২১ইং সকাল ১১ টায় দুঃস্থ ও সুবিধাবঞ্চিত ”শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ” কর্মসূচি পালন করা হয়েছে। উক্ত কার্যক্রমে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন অত্র ইনস্টিটিউটের হেড অব অপারেশন জনাব মোঃ শাহ্ নেওয়াজ মজুমদার, অধ্যক্ষ জনাব মোঃ ফারুক ইসলাম, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জনাব মোঃ শাহাদাত হোসেন, অত্র প্রতিষ্ঠানের […]

Discussion On The Occasion Of World Women’s Day At Daffodil Chattogram

Womens Day

A discussion meeting was held at Daffodil Institute of IT, Chattogram at 11.00am on 8 March 2021 on the occasion of World Women’s Day 2021. During the discussion respect, honor, devotion and love are conveyed to all women. Honorable Deputy Attorney General, Bangladesh (DAG) Advocate Mohammad Abul Hashem, Bangladesh Supreme Court (Former District PP, Chattogram) […]

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানবেন যেভাবে

Daffodil Institute of IT, Chattogram is the Best private polytechnic institute in Chittagong

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ সকাল ১০ঃ৩০ মিঃ নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে।

এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

সে ক্ষেত্রে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

(উদাহরণ-SSC CHA ROLL YEAR)।

ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইট প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানে ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

গত ৩০ এপ্রিল, ২০২৩ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি। পরীক্ষা শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়ে থাকে। সেই হিসাবে জুলাইয়ের শেষ সপ্তাহে ফল প্রকাশিত হওয়ার কথা।

শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা কীভাবে সহজেই ফল জানতে পারবে, তা নিচে নির্দেশনা দেওয়া হলঃ

শিক্ষা বোর্ডের ওয়েবসাইট educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন।