অশ্রুসিক্ত হৃদয়ে স্মরণ 🤍
গত ১১ই সেপ্টেম্বর, ২০২৫ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রিক্যাল টেকনোলজি), শিক্ষাবর্ষ ২০১৯–২০ এর মেধাবী ছাত্র মরহুম তানজিম আহমেদ সানি ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন। তাঁর অকাল প্রয়াণ আমাদের সকলকে গভীরভাবে শোকাহত করেছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে ৮ম পর্বের বোর্ড রেজাল্ট প্রকাশের পর জানা যায়—মরহুম তানজিম আহমেদ সানি কৃতিত্বের সাথে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, চট্টগ্রামের পক্ষ থেকে তাঁর অর্জনের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাসের সনদ মরহুমের সম্মানিত পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্বপ্ন, পরিশ্রম ও সাফল্য চিরস্মরণীয় হয়ে থাকবে।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। 🤲
#𝐓𝐫𝐢𝐛𝐮𝐭𝐞 #𝐈𝐧𝐋𝐨𝐯𝐢𝐧𝐠𝐌𝐞𝐦𝐨𝐫𝐲 #𝐓𝐚𝐧𝐣𝐢𝐦𝐀𝐡𝐦𝐞𝐝𝐒𝐚𝐧𝐢 #𝐃𝐢𝐩𝐥𝐨𝐦𝐚𝐈𝐧𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 #𝐄𝐥𝐞𝐜𝐭𝐫𝐢𝐜𝐚𝐥𝐓𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐲 #𝐃𝐚𝐟𝐟𝐨𝐝𝐢𝐥𝐈𝐧𝐬𝐭𝐢𝐭𝐮𝐭𝐞𝐎𝐟𝐈𝐓
#𝐃𝐈𝐈𝐓𝐂𝐡𝐚𝐭𝐭𝐨𝐠𝐫𝐚𝐦 #𝐃𝐚𝐟𝐟𝐨𝐝𝐢𝐥𝐆𝐫𝐨𝐮𝐩
#𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡𝐓𝐞𝐜𝐡𝐧𝐢𝐜𝐚𝐥𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧𝐁𝐨𝐚𝐫𝐝 #𝐅𝐨𝐫𝐞𝐯𝐞𝐫𝐈𝐧𝐎𝐮𝐫𝐇𝐞𝐚𝐫𝐭𝐬