admission open
Admission is going on Diploma in Engineering (2025-26)  Contact: 01713493205     |    ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২০২৫-২৬ সেশনে ভর্তি চলছে  যোগাযোগ করুন (০১৭১৩৪৯৩২০৫) | Admission is going on National University affiliated BBA and BSc in CSE (2024-25)  Contact: 01713493205     | জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ এবং বিএসসি ইন সিএসই ২০২৪-২৫ সেশনে ভর্তি চলছে  যোগাযোগ করুন (০১৭১৩৪৯৩২০৫)

বার্ষিক ক্রীড়া উৎসব, ২০২৫ – ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, চট্টগ্রাম | Cultural Club – DIIT Chattogram

📅 ইভেন্ট সময়সূচিঃ
🏆 ট্রফি উন্মোচন ও ড্র: ২৫ নভেম্বর ২০২৫
🏟️ মূল পর্বের সময়সীমা: ২৬ নভেম্বর ২০২৫ – ০২ ডিসেম্বর ২০২৫
📝 টিম জমা দেওয়ার শেষ সময়: ২৩ নভেম্বর ২০২৫

 

==========================
🏅 খেলাভিত্তিক এন্ট্রি ফি তালিকা
==========================

খেলার নাম | এন্ট্রি ফি
ফুটবল — ৮০০ টাকা
ক্রিকেট — ৮০০ টাকা
ব্যাডমিন্টন — ১৫০ টাকা
দাবা — ১০০ টাকা
লুডু — ৫০ টাকা
ক্যারম — ১৫০ টাকা
টেবিল টেনিস — ৫০ টাকা
মিউজিক্যাল চেয়ার — ৫০ টাকা
পিলো পাসিং — ৫০ টাকা

Annual-Sports---Event-Cover-2025

——————————-

⚽ ফুটবল খেলার নিয়মাবলি
——————————-

১. প্রতিটি দলে সর্বোচ্চ ৬ জন + অতিরিক্ত ১ জন খেলোয়াড় থাকবে।
২. খেলার সময়কাল হবে ৩০ মিনিট।
৩. খেলা নক আউট ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
৪. ড্র হলে টাইব্রেকার অনুষ্ঠিত হবে।
৫. খেলা শুরুর ২০ মিনিট আগে মাঠে উপস্থিত থাকতে হবে।
৬. যথাসময়ে কোনো দল উপস্থিত না থাকলে ঐ দলকে পরাজিত ঘোষণা করা হবে।
৭. রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৮. কোনো খেলোয়াড় অসদাচরণ করলে ঐ দলকে ১০০ টাকা জরিমানা করা হবে।
৯. খেলা শুরুর আগে এন্ট্রি ফি সম্পূর্ণ পরিশোধ করতে হবে।
১০. কোনো খেলোয়াড় একাধিক দলে খেলতে পারবে না। প্রমাণ পাওয়া গেলে ঐ দল বাতিল হবে।
১১. সেমিফাইনালিস্ট দল আগের রাউন্ডে বাদ পড়া দল থেকে সর্বোচ্চ ২ জন খেলোয়াড় ভাড়া নিতে পারবে।
➡ প্রতি খেলোয়াড়ের জন্য অতিরিক্ত ২০০ টাকা এন্ট্রি ফি দিতে হবে।

——————————-

🏏 ক্রিকেট খেলার নিয়মাবলি
——————————-

১. প্রতিটি দলে সর্বোচ্চ ৬ জন + অতিরিক্ত ১ জন খেলোয়াড় থাকবে।
২. খেলা অনুষ্ঠিত হবে ৬ ওভারে।
৩. খেলা নক আউট ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
৪. ড্র হলে টাইব্রেকার হিসেবে সুপার ওভার অনুষ্ঠিত হবে।
৫. খেলা শুরুর ২০ মিনিট আগে মাঠে উপস্থিত থাকতে হবে।
৬. যথাসময়ে উপস্থিত না থাকলে দলটি পরাজিত ঘোষণা করা হবে।
৭. আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৮. অসদাচরণের জন্য দলকে ১০০ টাকা জরিমানা করা হবে।
৯. খেলা শুরুর আগে এন্ট্রি ফি সম্পূর্ণ জমা দিতে হবে।
১০. কোনো খেলোয়াড় একাধিক দলে খেলতে পারবে না। প্রমাণ পাওয়া গেলে দল বাতিল হবে।
১১. সেমিফাইনালিস্ট দল বাদ পড়া টিম থেকে সর্বোচ্চ ২ জন খেলোয়াড় এন্ট্রি করতে পারবে।
➡ প্রতি খেলোয়াড়ের জন্য অতিরিক্ত ২০০ টাকা এন্ট্রি ফি দিতে হবে।