admission open
Admission is going on Diploma in Engineering (2025-26)  Contact: 01713493205     |    ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২০২৫-২৬ সেশনে ভর্তি চলছে  যোগাযোগ করুন (০১৭১৩৪৯৩২০৫) | Admission is going on National University affiliated BBA and BSc in CSE (2024-25)  Contact: 01713493205     | জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ এবং বিএসসি ইন সিএসই ২০২৪-২৫ সেশনে ভর্তি চলছে  যোগাযোগ করুন (০১৭১৩৪৯৩২০৫)

ড্যাফোডিল পলিটেকনিকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে নতুন মাত্রা যোগ হলো!

ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক (DEN)-এর আওতাধীন BTEB অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউটসমূহ এবং University of Skill Enrichment & Technology (USET) এর মাঝে (MoU) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ড্যাফোডিল পলিটেকনিক বরাবরই শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। USET বাংলাদেশের প্রথম স্কিল-ভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষায় নতুন ধারার সূচনা করেছে, যেখানে মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য উপযোগী করে গড়ে তোলা। এই চুক্তির মাধ্যমে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা বিশেষায়িত B. Sc. in Engineering প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবে, যা তাদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে নতুন সম্ভাবনা যোগ করবে।